আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১০
নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার লাইসেন্স করা বৈধ পিস্তল চুরি করে শামীম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে বসতবাড়ির একটি কক্ষে ৩ দিন ধরে স্বেচ্ছায় অবরুদ্ধ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে ওই যুবকের পাল্টপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদক নিরাময় কেন্দ্রের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল রাত পৌনে ৮টা পর্যন্ত তাকে উদ্ধারে ব্যর্থ হয়েছে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা। ঘটনাস্থলে পুলিশের সোয়াত টিম আসার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত শামীমের বড় ভাই সেলিম জানান, তার বাবা রফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। গত ৯ দিন ধরে বাবা রফিকুল ইসলাম তার লাইসেন্স করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না।
নানা স্থানে খোঁজাখুঁজি করেও তিনি পিস্তলটি খুঁজে পাননি। পরে এ ঘটনায় গত ২২শে আগস্ট রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এডভোকেট রফিকুল। এদিকে, গত একমাস ধরে তার ছোট ভাই শামীম ও তার বাবা রফিকুল ইসলামের মাঝে ঝগড়া চলছিল। তাদের বসবাসের তিনতলা বিশিষ্ট বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে ৩ দিন ধরে শামীম অবরুদ্ধ হয়ে আছে। সে বাড়ির কারো সঙ্গেই কথা বলেনি। গত শনিবার রাত ২টার দিকে মাদক নিরাময় কেন্দ্র সাভারের বেস্ট এডিশন ইন্সটিটিউটের একটি দল পুলিশের সহায়তায় তাকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে আসে। এ সময় তারা ঘরের বন্ধ দরজা ভেঙে তাকে উদ্ধারের চেষ্টা করলে শামীম দরজার ফাঁক দিয়ে একটি গুলি ছোড়ে। এতে নিরাময় কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান খান পরাগ হাতে গুলিবিদ্ধ হন। পরে গতকাল সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পুলিশ শর্টগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জবাবে সেও ওই পিস্তল থেকে দুই রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। এতে লোকজন আতঙ্কিত হয়ে উদ্ধার কাজ বন্ধ রাখে। খবর দেয়া হয় পুলিশের সোয়াত টিমকে। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক চেষ্টা করেও মাদকাসক্ত শামীমকে বদ্ধ কক্ষ থেকে ও পিস্তল উদ্ধার করতে পারেনি পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, শামীম নামে এক যুবক তার বাবার পিস্তল নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আসে। পুলিশ চেষ্টা করেও তাকে ওই কক্ষ থেকে বের করতে পারেনি। পিস্তলসহ শামীমকে ওই কক্ষ থেকে বের করে আনতে ঢাকার সোয়াত টিমকে খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোয়াত টিম ঘটনাস্থলে এসে পৌঁছেনি। এদিকে, শামীমের ছোড়া ফাঁকা গুলির শব্দে আশপাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |