আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০০
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় হেফাজত নেতা জুনাইদ বাবুনগরী, মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে করা দুই রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
ভাস্কর্যের বিরোধিতার নামে জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন অভিযোগে গত ৭ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইনজীবী আব্দুল মালেক এই মামলা দুটি দায়ের করেন।
বাদিপক্ষের জবানবন্দি শেষে ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছিলেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৩ নভেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব মামুনুল হক ও ফয়জুল করিম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেন। যা দেশের সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |