আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ রকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবীতে রাজধানী ঢাকায় বিএনপির গণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তলাশী কার্যক্রম অব্যাহত রয়েছে।
সকাল ৭টা বেলা ১১ টা পর্যন্ত চেকপোস্ট থেকে ৯টি হাইয়েস মাইক্রোবাসসহ অন্তত ৯০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির গণ-অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে কেউ যেন রাজধানীতে আগ্নেয়াস্ত্র কিংবা বিষ্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করে নাশকতা করতে না পারে সেকারনেই পুলিশের এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন হিসাবে যাদের থামানো হচ্ছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এছাড়াও সকাল থেকে চেকপোস্ট থেকে সন্দেহভাজন হিসাবে ঠিক কতজনকে আটক করা হয়েছে সেই সংখ্যাও প্রকাশ করা হয়নি।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এই মুহুর্তে আমরা কাউকেই আটক বলছিনা। জিজ্ঞাসাবাদ চলছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুলাহেল কাফী বলেন, যেহেতু রাজধানীতে একটি বড় রাজনৈতিক দলের কর্মসূচি চলছে, সেকারণেই যেন কেউ রাজধানীতে প্রবেশ করে নাশকতা করতে না পারে সেই লক্ষেই চেকপোস্ট কার্যক্রম চলছে।
এখনই কাউকে আটক করা হয়েছে বলা যাবে না, সন্দেহভাজন হিসাবে চেকপোস্টে যাদের থামানো হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে, যাচাই-বাছাই শেষে কাউকে আটক করা হবে কিনা সেটি বলা যাবে বলেন তিনি।।
সন্দেহভাজন হিসাবে যাদের থামিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে তাদের সংখ্যাটা কেমন এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।
তবে পুলিশের একটি সুত্র বলছে, সকাল আমিনবাজার চেকপোস্ট থেকে সন্দেহভাজন হিসাবে আটকের এই সংখ্যাটা ৮০ থেকে ৯০ জনের কম নয়, আর যাদের আটক রাখা হয়েছে তাদের অধিকাংশই রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।
মাইক্রোবাসগুলো ঢাকার মানিকগঞ্জ, ধামরাই ও সাভার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো। একেকটি মাইক্রোবাসে ১০ থেকে ১৩ জন পর্যন্ত যাত্রী ছিলো বলে জানা গেছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |