আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৯
ঢাকা : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার ইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ আমান এ অভিযোগ করেন।
বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে পুলিশ ও স্থানীয় প্রশাসনের ওপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ আচরণ করছে না। বিএনপির ওপর বারবার হামলার ঘটনা ঘটলেও রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এমন পরিস্থিতিতে ভোটের আগে বিএনপির কর্মী ও এজেন্টরা আতংকে রয়েছেন।‘
আমানউল্লাহ আমান বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা জনগণকে দেখাতে চাই, এত প্রতিকূলতার মধ্যেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। সর্বশেষ ঢাকা-১৮ আসনে দেখতে চাই, নির্বাচন কমিশন সাংবিধানিক পদে থেকে তাদের অবস্থানে দায়িত্ব পালন করে কি না, তা দেখতে শেষ পর্যন্ত থাকতে চাই।’
আজ বুধবার আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, ‘আমরা যেখানে প্রচার কর্মসূচি দেই, সেখানে সরকারি দলের ক্যাডার বাহিনী অস্ত্রসহ হামলা করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসায় বাসায় গিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। আমাদের পোলিং এজেন্টরা আতংকে রয়েছে। অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |