আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০১
আজ ২৫ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় দিকে নিউ এলিফ্যান্ট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। এ্যানিকে আটক এর বিষয়ে তার বড় ভাই হ্যাপী চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ওদিকে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে (যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন) সানিয়াতকেও আইনশৃঙ্খলা বাহনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এর আগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল বলেন, ‘বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে তুলে নেয়া হয়।’
পরে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।জয়নুল আবেদিন বলেন, ‘তাকে আদালতে পাঠানো হয়েছে। আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |