আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৬
বিডি দিনকাল ডেস্ক :- অদ্য ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার হাতিরঝিল থানাধীন ৩৫, ৩৬ ও ২২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম প্রধান মোঃ আক্তার হোসেন, সদস্য মোঃ শাহ আলম, লুৎফর রহমান, মোজাম্মেল হোসেন সেলিম। বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি’র সাবেক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির সভাপতি মোঃ মমিন উদ্দিন, সঞ্চালনা করেন হাতিরঝিল থানা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মাসুম।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোন জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশের জনগণ তাদের মৌলিক অধিকার পায়নি। শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই, তাই আওয়ামী অবৈধ সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। যারা রাজপথের আন্দোলনে সাহসী ভূমিকা পালন করবে তাদেরকেই ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতৃত্বে আনা হবে। যদি আপনারা ভয় পান তাহলে বর্তমান ফ্যাসিষ্ট সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না, আর যদি সাহসের সাথে রাজপথের আন্দোলনে রক্ত দিতে প্রস্তুত থাকেন তাহলেই এই কর্তৃত্ববাদী সরকার পালাবার রাস্তা খুঁজে পাবে না।
বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ গুলোতে হামলা করে তারা আবারও প্রমান করলো তারা অবৈধ ,জুলুম নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় ।তারা জানেনা বিএনপির নেতা কর্মীরা মামলা হামলা ,টিয়ার গ্যাস গুলিকে ভুয়া পায় না ।এই অবৈধ সরকারের পায়ের তলায় মাটি নেই ,দিন যতই ঘনিয়ে আসতেছে ততই তারা বেসামাল হয়ে যাচ্ছে এমন কথা বলেছেন উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |