আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৭
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মির্জা আবদুল হালিম (৯৩) আজ শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে পাবনার নিজ গ্রামের বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণের বলিষ্ঠ অনুসারী মরহুম মির্জা আবদুল হালিম একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন পরম আপনজন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদেশে জাতীয়তাবাদী প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে মির্জা আব্দুল হালিমের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সৎ, কর্তব্যপরায়ণ এবং আদর্শনিষ্ঠ ব্যক্তি। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণকে বুকে ধারণ করে তিনি স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শহীদ জিয়াউর রহমানের মন্ত্রীসভার প্রতিমন্ত্রী মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে তাঁর গৌরবময় অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |