আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫২
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় স্থায়ী কমিটির সভা
গত ০৩ অক্টোবর ২০২০ তারিখ শনিবার, বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমেÑড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার মওদুদ আহমেদ, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, জনাব মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পরে নি¤েœ বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়:-
১। সম্প্রতি কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমদ আল সাবের আল সাবাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
সভায় মত প্রকাশ করা হয় যে, আমীর শেখ সাবাহ আল আহমদ আল সাবের আল সাবাহ বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। তাঁর নাম স্মরণে রাখবার জন্য আমীর তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য বগুড়ার গাবতলী ও বাগেরহাটে দুটি এতিমখানা প্রতিষ্ঠার অনুদান প্রদান করেন। এছাড়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ইতি মধ্যেই বিএনপি নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করেছেন এবং বিএনপি’র পক্ষ থেকে শোকবাণী প্রদান করা হয়। সিদ্ধান্ত গৃহীত হয় যে, কুয়েতের নব নির্বাচিত আমীরের নিকট সরাসরি একটি শোকপত্র প্রেরণ করা হবে।
২। নির্বাচন কমিশন স্থানীয় সরকার সংক্রান্ত আইন ২০২০ এর বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দল গুলোর কাছে পুনরায় চিঠি দিয়েছে। এ বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। ইতিপূর্বে গঠিত কমিটির সদস্যবৃন্দ এই কমিটির সদস্য থাকবেন। আগামী ১৬ তারিখের মধ্যে কমিটিকে মতামত সম্পর্কে সুপারিশ দেওয়ার অনুরোধ জানানো হয়।
৩। সভায় স্বাস্থ্যখাতের দূর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।
৪। সভা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ফেসবুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে যে ফেসবুক স্টাটাস দিয়ে ছিলো তাকে ফেসবুক কতৃপক্ষ ‘বিভ্রান্ত কর” বলে ঘোষণা দেওয়ায় প্রমানিত হয় যে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য সম্পূর্ন বানোয়াট এবং হীন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। জনকণ্ঠ পত্রিকায় দুবাই এ যে বৈঠকের কথা বলা হয়েছে, সেটা ২০১৮ সালে নির্বাচনের পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে একই পত্রিকায় প্রকাশ করা হয়েছিলো। সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্টাটাস ও জনকণ্ঠের প্রতিবেদন একই সূত্রে গাঁথা যা বিএনপি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাবমুর্তি ক্ষুন্ন করা এবং জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত মাত্র। এই ধরনের সম্পূর্ন বানোয়াট ও হীন রাজনৈতিক অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিষয়টি সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
৫। সম্প্রতি দেশে ছাত্রলীগ এর সন্ত্রাস, গণ ধর্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ৯ মাসে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা ও সদস্যদের এই ধরনের হীন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র কতৃক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয় গত ৯ মাসে আইন শৃংখলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে। আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ যে ভাবে ব্যবহার করছে এবং জবাব দিহিতার কোন সুযোগ নেই বলেই এই ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিমত প্রকাশ করা হয়। অবিলম্বে এই সব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি প্রদানের জোর দাবী জানানো হয়।
৬। সভায় সিলেট বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক।
৭। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।BNP PRESS RELEASE-04-10-20 (1)-2
(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |