আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০২
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : চট্টগ্রামের মফস্বল এলাকায় বিএনপি করার অপরাধে অনেক নেতা-কর্মী ঘর/বাসা- বাড়ি ছাড়া হয়ে দিনের পর দিন-মাসের পর মাস এবং বছরের পর বছর অত্যন্ত মানবেতর জীবন-যাপন করে যেতে বাধ্য হচ্ছে বলে একাধিক ভূক্ত ভোগীদের কাছ থেকে জানা গেছে। সূত্র জানায়, বিএনপি করার অপরাধে প্রতিপক্ষ দলীয় সন্ত্রাসীদের হামলায় অনেককে-ই আহত হতে হয়েছে। এর পর জীবন বাঁচাতে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছে। যারা সামান্যতম: হলে ও ব্যবসা-বানিজ্য করে পরিবার-পরজন নিয়ে কোনো দিন-রজনী পার করে যাচ্ছিলেন তাদের ব্যবসা ও বন্ধ হয়ে যাওযায় অনেকের- ই চলার পথ বলতে গেলে একেবারেই বন্ধ হয়ে গেছে। অপর দিকে যারা চাকুরী সহ নানাবিধ: কর্ম করে পরিবার-পরিজনের মুখে আহার তুলে দেয়ার ব্যবস্থা করতেন তাদের অবস্থান একেবারেই শোচনীয় পর্যায় গিয়ে ঠেকার উপক্রম হয়েছে। অনেক নেতা-কর্মী যারা জিম্মি দশা অবস্থায় এলাকায় রয়েছে তারা আর্থিক ভাবে সিপাহীন কষ্টের মধ্যে রয়েছে। অন্যদিকে যে সব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে-বয়সীরা মিথ্যে মামলার আসামি হয়ে পুলিশি গ্রেপ্তার-হয়রানি থেকে পরিত্রাণ পেতে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছে তাদের পরিবারের সদস্যরা খেয়ে না খেয়ে কোনো রকম দিন-রজনী পার করে যেতে হচ্ছে। আবার যারা মিথ্যে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে তাদের পরিবারের যে কি অবস্থা তা বলা-ই বাহুল্য। উত্তর চট্টগ্রামের মফস্বল এলাকা মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার হাজার হাজার বিএনপি নেতা-কর্মী ও তাদের পরিবারে এক ‘অমানিশার কালো আঁধার’ বিরাজমান: রয়েছে বলে একাধিক বিএনপি নেতা ‘বিডি দিনকাল’কে জানান। হাজার হাজার নেতা-কর্মী বাজারে ও উঠতে পারছেন নু! আবার যারা প্রয়োজনের তাগিদে যৎ সামান্যক্ষনের জন্য বাজারে উঠছেন তারা এতোটাই আর্থিক অনটনে রয়েছেন যে, দোকানে এক কাপ চা খাওয়ার ইচ্ছে থাকলে ও খেতে পারছেন না। এমতাবস্থায় দলের মধ্যে থাকা ধনবান ব্যাক্তি/নের্তৃত্বে থাকারা চোখ বুজে থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, পদ-পদবী পাওয়ার সময় হলে এবং নির্বাচনে কোনো না কোনো ভাবে চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং এমপি হওয়ার খায়েস জাগার সময় তারা এলাকা চষে বেড়ান। কিন্তু, দলীয় নেতা-কর্মীদের অভাব ও বিপদ সংকুলাবস্থায় তারা সহযোগিতার হস্ত প্রসারিত করাতো দুরে থাক্ তাদের দেখা মেলা ও যেনো ‘সোনার হরিণ’র নাগাল পাওয়ার মতো! দলের অধিকাংশ সাধারণ নেতা-কর্মীরা মনে করেন, সময়মতো খোঁজ-খবর না নেয়া নেতাদের আগামী যে কোনো নির্বাচনের সময় এবং দলের কমিটি গঠন কল্পে সম্মেলন/কাউন্সিলের সময় তাদের বয়কট করা উচিত। এ বিষয়ে দলীয় হাই কমান্ডের সু’দৃষ্টি কামনা করে যে কোনো বিহীত ব্যবস্থা গ্রহনের জন্য সাধারণ নেতা-কর্মীরা দাবি জানিয়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |