আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪১
ঢাকা:-ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বলেছেন, বিএনপি-জামায়াত চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা সাধারণ জনগণকে ভোটদানে বাধা সৃষ্টি করতে পারে। তবে আমাদের নেতাকর্মীরাও এসব ব্যাপারে সচেষ্ট রয়েছে। সাধারণ জনগণ যেন ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা করবেন আমাদের নেতাকর্মীরা।
বুধবার নির্বাচনী এলাকার চামুরখান, কাঁচকুড়া ও ৪৪নং ওয়ার্ড এলাকায় গণসংযোকালে তিনি একথা বলেন। হাবিব হাসান বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বর্তমান সরকার জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে চলেছে। জনগণ আমাদের সঙ্গেই রয়েছে।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সব স্তরের নেতারা নির্বাচনকে ঘিরে সচেষ্ট রয়েছেন। করোনাকালে সাধারণ মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। সেজন্য জনগণ আমাদের সঙ্গে আছেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন এলেই বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির সব ষড়যন্ত্র মোকাবেলা করবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আওয়াল শেখ, উত্তরখান থানা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৪৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |