এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত আলী চেয়ারম্যান-কে ইতোপূর্বে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো। উক্ত বিএনপি নেতা মোঃ লিয়াকত আলি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। চেয়ারম্যান লিয়াকত আলীর আবেদনের প্রেক্ষিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে দলের কেন্দ্রীয় কমিটির প্যাড়ে প্রাপ্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে। ফলে, প্রাথমিক সদস্য হিসেবে এখন থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম সহ দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ ও করতে পারবেন।