আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৮
বিডি দিনকাল ডেস্ক :- রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের মামলায় দলটির ২৬ নেতাকর্মীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে ১৯ জনের রিমান্ড মঞ্জর করা হয়নি। গতকাল তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ২৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর এবং ১৯ জনের রিমান্ড নামঞ্জুর করেন।
এরআগে মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপি’র নবগঠিত দুই কমিটির নেতৃত্বের সঙ্গে কয়েক হাজার কর্মী জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয়ায় সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপি’র উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। অপরদিকে, বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপি’র তেজগাঁও বিভাগের ডিসি ও ওসিসহ বেশ কয়েকজন কর্মকর্তা এবং পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি মামলা করে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী গণমাধ্যমকে বলেন, মেট্রো রেল কর্তৃপক্ষ দুইটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মেট্রো রেল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় বলা হয়েছে তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আর সরকারি কাজে বাধা, মারধরের অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এরমধ্যে পুলিশের করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রো রেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করেছি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |