আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৫
বিডি দিনকাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী-তে প্রথম “ফুটবল টুর্নামেন্ট” আগামীকাল ২ সেপ্টেম্বর শনিবার বেলা ৩ টায় রাজধানীর খিলক্ষেত নামাপাড়া মালেক মাতাব্বর রোড কর্নকড লেকসিটি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ।
জাতীয়তাবাদী ক্রীড়াদল এর উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ।
এতে প্রধান অতিথি থাকছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া আরো থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ,বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান ,এবং ঢাকা মোঃআনোগোর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপি ঢাকা মহানগর উত্তর এর এক নম্বর সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য তাবিথ আউয়াল ।
সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট কমিটি আহবায়ক মঈনুল হক মঈন।
সঞ্চালনায় থাকছেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা ।
এই বিষয়ে গণ মাধ্যমকে নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেছেন,বিএনপি ঘোষণাপত্রে ২৮ নম্বর ধারায় বলা হয়েছে “জাতির স্বতঃস্ফূর্ত সৃজনশীল প্রতিভার সুষ্ঠু সার্বিক বিকাশে’র উদ্দেশ্যে আমাদের দল সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়ার সংগঠিত ও বিস্তৃততর উন্নয়নে’র প্রচেষ্টা অব্যাহত রাখবে”। সেই দিকটা অনুধাবন করে এই প্রথম এই ধরণের আয়োজন করা হয়েছে । এই আয়োজন আগামীতে অব্যাহত থাকবে ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |