আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫২
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- সীমান্তবর্তী জয়পুরহাট জেলাতে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে এ জেলায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে জয়পুরহাট পুলিশ। ফোন করলেই দিন রাত ২৪ ঘন্টায় রোগীদের বাড়ি বাড়ি বিনামুল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে পুলিশ সদস্যরা। এমন মানবিক কর্মকান্ডে সাধারণ মানুষের প্রসংশায় ভাসছেন তারা।
জয়পুরহাটে শহরের জানিয়ার বাগান এলাকার বাসিন্দা ইফতেখারুল ইসলাম। গত দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। এমন অবস্থায় তিনি জয়পুরহাট জেলা পুলিশের ফ্রি অক্সিজেনের হেল্প লাইনে ফোন করেন। এর ১০ মিনিট পরেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির পুলিশ সদস্যরা। এরপর অক্সিজেন পাওয়ার পরেই তিনি কিছুটা সুস্থ্য হন।
জয়পুরহাট আধুনিক হাসপাতালে সিসিওি , আইসিসিইউ ও সার্বজনিন অক্সিজেন ইউনিট না থাকায় করোনা রোগীরা বগুড়ায় চিকিৎসা নিচ্ছে বেশীর ভাগ রোগী। এই করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ১৯জুন বিনামুল্যে অক্সিজেন সেবার এ কার্যক্রমের উদ্বোধনের পর এখন পর্যন্ত সেবা পেয়েছেন ১৮ জন করোনা ও শ্বাসকষ্টজনিত রোগী। ২০টি সিলিন্ডারের মাধ্যমে ২৪ ঘন্টা সেবা দিচ্ছে বিনামুল্যে অক্সিজেন সেবাদানকারী পুলিশের একটি টিম।প্রয়োজনে আরও অক্সিজেনের সংখ্যা বাড়ানো হবে জানালেন সেবা দানকারী কতৃপক্ষ। মেফতাহুল জান্নাত, পুলিশের অক্সিজেন সেবাদানকারী টিমের সদস্য তিনি জানালেন তার অনুভুতির কথা , আমরা ফোন পাওয়ার সাথে সাথে আমাদেও নিজস্ব এম্বুরেন্সের মাধ্যমে ১০ মিনিটের মধ্যে পৌছে যাচ্ছি রোগীর নিকট। অক্স্রিমিটার দিয়ে পরীক্ষা কওে প্রয়েজনীয় অক্সিজেন রোগীকে দেয়া হচ্ছে\ এটা করতে পেরে আমি গর্বিত\
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জানালেন যে, জেলায় শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা বেশি হওয়ায় আমরা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছি।মহামারী করোনার সময় মানুষের পাশে থাকতে পারা আনন্দের বিষয়। যতদিন করোনা থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দিন দিন জয়পুরহাট জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশের এমন মানাবিক উদ্যোগ করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে, এবং হাসপাতালে ও চাপ কমবে বলে মনে করছেন জয়পুরহাটবাসী।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |