আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪০
বিডি দিনকাল ডেস্ক :-রাজশাহীতে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতির যৌথ আয়োজনে শুরু হল বাটিক ও হ্যান্ড এমব্রয়ডারি বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালা। রবিবার সকালে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বাটিক প্রশিক্ষণে ১৫ জন এবং হ্যান্ড এমব্রয়ডারী প্রশিক্ষণে ১৫ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে তাদের বাটিক ডিজাইন, হাতের কাজের ডিজাইনের নকশা তৈরী এবং শেলাই কাজে দক্ষতা বৃদ্ধি পায়। ২৬ নভেম্বর প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হবে।
অন্যদিকে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে রাজধানীতে শুরু হল ‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ বিষয়ক বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ। রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান। এসময় উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক খলিলুর রহমান, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম।
‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমির হোসেন। ২৬ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হবে।সংবাদ বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |