আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের ভল্ট থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম সাহেদ, শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।
মঙ্গলবার ঢাকা কাস্টম হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে সাময়িক বরখাস্তের এই তথ্য জানানো হয়।
এর আগে গত ২রা সেপ্টেম্বর শনিবার রাত সোয়া ১২টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে ভল্টের লকার ভেঙে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। পরদিন রোববার সকাল ৯টার দিকে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লক ভাঙা দেখতে পান।
এ ঘটনায় ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |