আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৪
বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেলো ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনার পর সবশেষ আফগানিস্তানকে হারালো রোহিত শর্মারা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের নবম ম্যাচে আফগানদের ৮ উইকেটে হারায় ভারত।
আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭২ রান তোলে আফগানিস্তান। জবাবে ৯০ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। ব্লুদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনাক রোহিত। ৮৪ বলে ১৬ চার এবং ৫ ছক্কায় ১৩১ রান করে ম্যাচসেরা হন তিনি। বিরাট কোহলি ৫৬ বলে ৬ বাউন্ডারিতে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ইশান কিষাণ ৪৭ এবং শ্রেয়াস আইয়ার ২৫ রান করেন। আফগানিস্তানের হয়ে দুটি উইকেটই নেন রশিদ খান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী। ৬২ রান করেন আজমতউল্লাহ উমরজাই।
আফগানদের ইনিংসে ভারতের হয়ে একাই ৪ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। ১০ ওভারে ৩৯ রান খরচ করেন এই পেসার। ২ উইকেট পান হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব।
টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। রান রেটে এগিয়ে কিউইরা। আর তিনে থাকা পাকিস্তানের পয়েন্টও ৪। ছয় নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ২।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |