আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৯
বিশ্ব ফুটবলে একই সময়ে অপ্রত্যাশিত হার নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল ও জার্মানি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-৪ গোলের ব্যবধানে হারিয়ে চমক দিয়েছে সেনেগাল। আর কলম্বিয়ার বিপক্ষে জার্মানির হার ২-০ গোলের ব্যবধানে।এদিন পর্তুগালের লিসবনে ফিফা প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন লুকাস পাকোতা। ম্যাচের ২২তম মিনিটে সেই গোল শোধ করেন হাবিব দিয়াল্লো। প্রথমার্ধে আর কোনো গোল না হলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় সেনেগাল। যদিও ম্যাচের ৫২তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনহুইসের আত্মঘাতী গোলেই লিড পায় সেনেগাল। তিনি মিনিটের ব্যবধানে সেনেগালের লিড ৩-১ করেন সাদিও মানে। ৫৮তম মিনিটে ব্যবধান কমানব্রাজিলের সেই মার্কিনহুইসই!
ম্যাচের একদম শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানো মানে। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে ম্যাচে নিজের জোড়া গোল করেন এই স্ট্রাইকার।
শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। ব্রাজিলের বিপক্ষে এটাই প্রথম জয় আফ্রিকার দেশটির।
দিনের অন্য প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও মাঠ ছাড়ে জার্মানি। এই ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোল শূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই গোলের উল্লাসে মাতে কলম্বিয়া। ম্যাচের ৫৪তম মিনিটে কলম্বিয়াকে লিড এনে দেন লুইস দিয়াজ। ম্যাচের ৮২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুয়ান। এর মধ্যে বল দখলের লড়াইয়ে দাপট দেখালেও গোলের দেখা পায়নি জার্মানি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |