আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৪
বিডি দিনকাল ডেস্ক :- গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারাদেশে গ্রেফতারকৃত হাজারো নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে আগামী ১৫ নভেম্বর বুধবার ভোর ৬:০০টা থেকে ১৭ নভেম্বর শুক্রবার ভোর ৬:০০ টা পর্যন্ত ৪৮ ঘন্টা সারাদেশে অবিরাম, সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে ও জনগণের ন্যায্য দাবি মানা।
সোমবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহম্মেদ পঞ্চম দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন ।
অন্যদিকে চলমান কর্মসূচি অব্যাহত রেখে আন্দোলন আরও জোরদারের চিন্তা করছে দলটির হাইকমান্ড। চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়। নতুন কর্মসূচি চূড়ান্ত করতে গতকাল রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার থেকে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা প্রস্তুত করে বিএনপি। এদিকে দলীয় সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণা হলে অবরোধের সঙ্গে নতুন কর্মসূচি যোগ হতে পারে। নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কিংবা ঘেরাও কর্মসূচির ঘোষণা আসতে পারে।
ইতিমধ্যে তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। পরিস্থিতির ওপর নির্ভর করেই কর্মসূচি চূড়ান্ত করবে হাইকমান্ড।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |