আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
বিডি দিনকাল ডেস্কঃ- বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে ঈদউল আযহার শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রবেশ করেন। রাতে ১০টার দিকে তারা বেরিয়ে আসেন।
পরে গেইটের সামনে অপেক্ষামান সাংবাদিকদের কাছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘‘ এটা একটা সৌজন্যমূলক সাক্ষাত ছিলো ঈদ উপলক্ষে। এই সাক্ষাতে কেনো রাজনৈতিক আলাপ হয় নাই। আমরা উনার সাথে শু্ভেচ্ছা বিনিময় করেছি, উনি কেমন আছেন জানতে চেয়েছি। উনিও আমাদের সাথে কুশল বিনিময় করেছেন।
‘‘ নেতা হিসেব দলের চেয়ারপারসনের সাথে দেখা করেছি আমরা। বিএনপি চেয়ারপারসন আমাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে সাবেক স্পিকার বলেন,‘‘ শারীরিকভাবে উনার উন্নতি হয়েছে এটা বলা যায় না। উনার ট্রিটমেন্ট আগে যেভাবে ডাক্তাররা এডভাইস করেছে এরকম আমরা আজকে উনাকে যতটুকু দেখেছি, উনার চিকিতসা বাইরে এডভান্স সেন্টারে একান্তভাবে প্রয়োজন।”
কারাভোগের থেকে শর্তসাপেক্ষে মুক্ত হয়ে ‘ফিরেোজা‘য় উঠার নেতা-কর্মীরা দলের চেয়ারপারসনের সাথে দেখা করার সুযোগ পায় না। শুধুমাত্র দুই ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |