বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খানের কয়েকটা টুইট,ফলোয়ার ৪৬৫৯ জন
বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খানের কয়েকটা টুইট,ফলোয়ার ৪৬৫৯ জন
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খানের কয়েকটা টুইট বেশ আলোড়ণ সৃষ্টি করেছে । প্রতিনিয়তই তিনি বিভিন্ন গুরুত্ব পূর্ণ বিষয়ের উপর টুইট করেন ।ফলোয়ার আছেন ৪৬৫৯ জন ।দেশে যে কয়জন টুইটার রয়েছেন তার মধ্যে অন্যতম শায়রুল কবির খান ।
Sayrul Kabir Khan-@Sayrulkabir-আমার রাজনৈতিক দল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার রাজনৈতিক দর্শন- বাংলাদেশী জাতীয়তাবাদ আমি ধারণ করি- মুক্তি যুদ্ধের আকাঙ্খা বিএনপি’র প্রতিষ্ঠা’র প্রেক্ষাপট- স্বাধীন বাংলাদেশে ১৯৭৮ সাল বাকশাল শাসন ব্যবস্থার বিপরীতে ন্যায়ের পক্ষে।https://twitter.com/Sayrulkabir/status/1475501247805341697?t=XbYmRQwl3iAWgpP5fuvDcw&s=08
Sayrul Kabir Khan-@Sayrulkabir-ইসলামের প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জনগণের সর্বসম্মতভাবে নির্বাচিত- মসনদে আরোহ করে সংস্কার কাজে হাত দেন জাকজমকপূর্ণ রাজকীয় ফেরাউন কিসরা ও কাইসার সরকারদের রাষ্ট্রীয় নিয়ম-রীতি বন্ধ করে দেন- প্রথম দিনেই মুসলমানদের মধ্যে তাদের খলিফা পরিচালিত শাসন পদ্ধতি চালু করেন-https://twitter.com/Sayrulkabir/status/1471158631634636801?t=_ymfnysT7WlagCskTY3B1A&s=08
Sayrul Kabir Khan-@Sayrulkabir-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার দেশকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন গড়ে তোলেন নেতৃবৃন্দের উদ্দেশ্য প্রেসিডেন্ট বক্তব্য বলতেন সবার আগে সংগঠন-আর সবার ওপরে দেশ নিজের চেয়ে দল বড়-দলের চেয়ে দেশ বড় সততা, প্রতিশ্রুতি ও শৃঙ্খলা এর বিকল্প নেই-https://twitter.com/Sayrulkabir/status/1466330143396298754?t=ckl4iwU7WPm9B0iMj1ng7A&s=08