আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪১
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় প্রদান করা হয়েছে তা শেখ হাসিনার রায়। বিচারপতির রায় নয়। আমরা বিচারপতিদের রায় মাথা পেতে নিতে চাই। সুতরাং বেগম জিয়ার বিরুদ্ধে রায় এ সরকার দেয়নি। রায় দিয়েছে শেখ হাসিনা স্বয়ং নিজে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার দুপুরে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো এলাকায় সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলণে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কর্মীদের উদ্দেশ্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসময় বলেন, গতবার যারা কমিটির দায়িত্বে ছিল, তা অতিবাহিত হয়েছে, পুরাতন। আজকে থেকে যারা নতুন দায়িত্ব নিলেন, তাদের দায়িত্ব এই সরকারের পতন নিশ্চিত করা। কেন পতন নিশ্চিত করা? আপনার, আমার, সাধারন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। শুধু ভোটের অধিকার আপনি ভোট দিলেই হয়ে গেল? আমার নিরাপত্তা, আমার কর্মসংস্থান, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, আমার স্বাভাবিক জীবন, এই বিষয়গুলি সহ আদালতে গেলে যেন আমি ন্যায় বিচার পাই। তাই বিএনপি’র নেতাকর্মীদের রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব নয় কোন মিছিল মিটিং বন্ধ করা। কথা গুলি ভেবে দেখবেন। পুলিশের এ আচরন জনগনের উপর জুলুম করা। প্রজাতন্ত্রের কর্মচারি আপনারা। তথাকথিত প্রধান মন্ত্রীর ব্যক্তিগত কর্মচারির মতো কাজ করবেন না। আপনারা আগামী দিনেও চাকুরি করবেন। তাই বলছি যা করছে এখানেই থামেন, আর জনগণের উপর জুলুম করবেন না বলেও জানান তিনি। আমরা ন্যায় বিচার চাই, আমরা আইনের শাসন চাই। আমরা স্বাধীন দেশের বিচার চাই, আমরা বিচারপতিদের রায় মাথা পেতে নিতে চাই। কিন্তু শেখ হাসিনা বিচারপতিদের বলবেন আর সেই রায় দিবেন সেটা আমরা মেনে নিব না।
এসময় সাইফউদ্দিনকে সাভার থানা বিএনপির সভাপতি ও গোলাম মোস্তফা সাধারন সম্পাদক, খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টুকে সাভার পৌর বিএনপির সভাপতি ও বদিউজ্জামান বদিকে সাধারণ সম্পাদক এবং আজগর হোসেনকে আশুলিয়া থানা বিএনপির সভাপতি ও হাজী আব্দুল গফুরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |