আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০০
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়াঃ
ব্যতিক্রমি আয়োজনে মালয়েশিয়ার জোহর প্রদেশের প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার জোহরের এ অনুষ্ঠানে মধ্যমনি হিসাবে উপস্থিত ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। এসময় বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশ উপকৃত ও উন্নতির দিকে এগিয়ে যাবে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, অবৈধ পথে অর্থ প্রেরণের মাধ্যমে বাংলাদেশে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে দেশ চরম ক্ষতি ও হুমকির সম্মুখীন হচ্ছে।
হাইকমিশনার আরো বলেন, প্রবাসীদের বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করার জন্য সরকার বিশেষ প্রণোদনা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। তিনি এই সুবিধা গ্রহণ করে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান ।
এসময় সিটি ব্যাংকের মালিকানাধীন মালয়েশিয়াস্থ সিবিএল মানি ট্রান্সফার এর সিটিরেমিট এ্যাপের মাধ্যমে ঘরে বসে দিন-রাত ২৪ ঘন্টা বিনা খরচে বাংলাদেশে টাকা প্রেরণের সুবিধা গ্রহনের জন্যও প্রবাসীদের আহবান জানান, হাইকমিশনার গোলাম সারোয়ার ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মোঃ নাজমুস সাদাত সেলিম। আরো উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইদুর রহমান ফরাজী, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলী হায়দার মুর্তজা, অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ এবং লোকাল কোম্পানির প্রতিনিধি মিস্টার সাইমনসহ অন্যান্য কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান। অনুষ্ঠানে আলোচনা শেষে দেশের সমৃদ্ধি ও প্রবাসী কর্মীদের জন্য বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |