আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৫
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদীর অব্যাহত ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হচ্ছে যাত্রাপুর ইউনিয়ন ও সাহেবের আলগা ইউনিয়নের শত শত একর ফসলি আবাদি জমি ও বসতবাড়ি। অব্যাহত নদী ভাঙ্গনের কারণে গত কয়েক সপ্তাহের ব্যবধানে শত শত পরিবার নিঃস্ব হয়েছে। যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর, ভগবতীপুর, মন্ডল পাড়া এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন চলছে। পোড়ার চর এলাকায় সরকারি উদ্যোগে নির্মিত গুচ্ছগ্রাম টি হুমকির মুখে রয়েছে। ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলীন হয়েছে বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের পোল। সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা, জাহাজের আলগা, চেরাগের আলগা এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সাহেবের আলগা ইউনিয়নের বাজার মসজিদ স্কুল-কলেজ-মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগ যাত্রাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাজামাল সরকার জানায়- ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের কারণে হতদরিদ্র যাত্রাপুর ইউনিয়নের মানুষজন নিঃস্ব হয়ে যাচ্ছে। দ্রæত সরকারিভাবে নদী ভাঙ্গন প্রতিরোধে প্রকল্প নেয়ার দাবি জানিয়েছেন তিনি। সাহেবের আলগা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রধানী জানায়- ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের কারণে সাহেবের আলগা ইউনিয়ন বাসী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |