আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৩
ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ায় ধস্তাধস্তি আর ঠেলাধাক্কার পরিবেশে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের লোকজন। জাতীয় শোক দিবসে সোমবার চরম অব্যবস্থাপনায় জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মসূচি সম্পন্ন হয়।
প্রশাসনের অনুষ্ঠানসূচিতে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শহরের কাচারীপুকুর পাড় এলাকায় বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনপূবর্ক গার্ড অব অনার প্রদান করার কথা বলা হয়। কিন্তু সেখানে সামাজিক দূরত্বের কোন বালাই ছিলো না। প্রশাসনের তরফে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে কর্মকর্তারা সেখান থেকে চলে যাওয়ার পর শ্রদ্ধা নিবেদনে বিশৃঙ্খলা শুরু হয়। কিন্তু শৃঙ্খলা মানানোর তৎপরতায় দেখা যায়নি কাউকে। এখানে সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সোয়া ৯ টায় নির্ধারিত এই কর্মসূচির আগে শহরের লোকনাথ ময়দান থেকে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত র্যালি হয়। র্যালি শেষে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে ঢুকেন র্যালিতে অংশগ্রহণকারী সবাই। এরপর শুরু হয় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যুদ্ধ। ধস্তাধস্তি, ঠেলাঠেলা করে প্রতিকৃতির কাছে পৌছতে পারলেও ফুলের স্তবক রেখে ঠিকভাবে শ্রদ্ধা নিবেদনের সুযোগ মিলছিলো না কারো।
এই পরিস্থিতিতে শ্রদ্ধা নিবেদনে আসা নারীদেরও বিড়ম্বনায় পড়তে হয়। শ্রদ্ধা নিবেদনে আসা জহির নামে একটি পেশাজীবী সংগঠনের নেতা জানান, খুব বাজে পরিবেশ। কোন শৃঙ্খলা নেই। ঘোষণা মঞ্চে দায়িত্বরত একজন জানান, প্রতিকৃতিতে রাখা ফুল গুছিয়ে রাখার জন্যে সেচ্ছাসেবী রয়েছে। কিন্তু তাদেরকেও দেখছি না। তবে জেলা প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, স্কাউট সদস্যরা সেখানে এই কাজে নিয়োজিত রয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |