মনির হোসেন জীবন- রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৭১২ ক্যান বিয়ারসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, আটককৃতের নাম মোঃ সাদ্দাম হোসেন (৩৫)। সে কিশোরগঞ্জ জেলার মো: বুলবুল আহমেদ এর পুত্র বলে জানা গেছে। আজ বুূধবার দুপুরে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা এসব তথ্য জানান। পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল আজ বুূধবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিয়ারসহ প্রাইভেটকার এর মাধ্যমে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে উত্তরা থানা এলাকার উদ্দেশ্যে গমন করবে । পরে এমন তথ্য পেয়ে ভাটারা থানার মাদানী এভিনিউ, ১০০ ফিট, প্লট নং-১৫৪১১, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পনী লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩৫)কে বিপুল পরিমান বিয়ারসহ আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, এসময় তার নিকট থেকেন ৭১২ (২৩৪.৯৬ লিটার) ক্যান বিয়ার, ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন ও নগদ ২০১০ টাকা উদ্বারমূলে জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজারনমূল্য প্রায় তিন লাখ ৫৬ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।