আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৯
মনির হোসেন জীবন- ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নিকট মোটা অন্কের উৎকোচ দাবী করার অপরাধে বাবু নামে এক প্রতারককে নীলফামারী থেকে গ্রেফতার এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২)। সে নীলফামারী জেলার নীলফামারী সদর থানার কচুকাটা (বাজিত পাড়া) গ্রামের আব্দুন নুর’র পুত্র। আজ বৃহস্পতিবার দুপুরে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সিনিয়র সহকারি পুলিশ সুপার ও (মিডিয়া অফিসার) ওয়াহিদা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র একটি দল নিজস্ব নজরদারীতে গতকাল বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে নীলফামারী জেলার সদর থানার এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে উৎকোচ দাবী করায় বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২) নামে এক জন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, প্রতারনার কৌশল ও ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার সকাল ১১ টার দিকে আটককৃত আসামী বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের উপর তাকে নজরদারী দায়িত্ব দেয়া হয়েছে বলে জানায়। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। ভুক্তভোগী সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেনের দেয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে প্রতারক বাবু মিয়া ওই সার্ভেয়ারের নিকট আরো ৭০ হাজার টাকা দাবী করলে তার সন্দেহ হয়। ওয়াহিদা পারভীন জানান, ভুক্তভোগী ওই কর্মকর্তা এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এছাড়া বাবু মিয়া একই মোবাইল নম্বর থেকে ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনার (ভূমি)কে একই দিন দুপুর পৌনে ১ টার দিকে তার অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করে ওই সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলী বাতিল করতে ওই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লক্ষ টাকা দাবি করেন। পরবর্তীতে এবিষয়টি অনুসন্ধানের দায়িত্ব এন্টি টেররিজম ইউনিটকে প্রদান করা হয়। এটিইউ বলছে, অনুসন্ধানে দেখা যায়, মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় প্রদান করা ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়াই তার পেশা। তার বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরো দু’টি গ্রেফতারী ওয়ারেন্ট মুলতবি আছে। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি নিউমার্কেট থানায় গতকাল বুধবার পেনাল কোড আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এটিউই পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |