স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু’র সু-স্বাস্থ্য কামনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভেদরগঞ্জের ঢালী মঞ্জিলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম ঢালীর সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিএম মোস্তাফিজ (বিএম মোস্তফা), উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর প্রমূখ।
এতে অংশ গ্রহণ করেন, ভেদরগঞ্জ বিএনপির পৌরসভার যুগ্ম আহবায়ক সেকান্দার তালুকদার, ছয়গাও ইউনিয়ন সভাপতি কবির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর দালাল, সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ী, পৌরসভা যুবদলের সভাপতি এস্কান্দার ছৈয়াল, সাধারণ সম্পাদক মিজান তালুকদার, মহিষার ইউনিয়ন সভাপতি আনোয়ার সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সিকদার, বর্তমান আহবায়ক ইমরান খান, সদস্য সচিব রহিম শেখ, মহিলা দলের সভাপতি ফারহানা নিপা (মেম্বার) সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতশত নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু’র সু-স্বাস্থ্যের জন্য সকলের দোয়া কামনা করেন তারা।