আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩৯
বিডি দিনকাল ডেস্ক: -গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান মন্তব্য করে বলেন,ভোটকেন্দ্রের গোপন কক্ষে ডাকাত-সন্ত্রাসী দাঁড়িয়ে থাকাটাই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বড় চ্যালেঞ্জ ।
তিনি বলেন, ইভিএমে চ্যালেঞ্জ একটাই। এ ছাড়া আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। একটা ডাকাত-সন্ত্রাসী গোপন কক্ষে একজন করে দাঁড়িয়ে থাকে আপনার ভোট হয়ে গেছে চলে যান। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। তবে এবার কুমিল্লা সিটি করপোরেশন ভোটে ডাকাত-সন্ত্রাসীদের কারচুপি করা আর সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, কুমিল্লা সিটি ভোটে সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের অ্যালাউ করা হবে। ভেতরে ঢোকেন, ছবি দেন সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেয়া হবে। নির্বাচনে কোনো ছাড় দেয়া হবে না। আমাদের কোনো দুর্বলতা নাই। কোনো চাপও নাই।
আমরা টোটাল স্বাধীন। স্বাধীনভাবে কাজ করবো, দেখবেন। আমি কথা কম বলতে চাই।
কুমিল্লার প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে ইসি আহসান হাবীব বলেন, তাদের অনেক প্রশ্ন ছিল। সেসব প্রশ্নের জবাব দিয়েছি। ভবিষ্যতে প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখানোর আহ্বান জানানো হবে বলে জানান তিনি। এ ছাড়া আগামীতে রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল টিমের সঙ্গে বসা নিয়ে কোনো তারিখ চূড়ান্ত হয় নাই বলে জানান এ কমিশনার।
আস্থা অর্জনের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না জানিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করবো সকল প্রার্থীদের নিয়ে কাজ করতে। আঙ্গুলের ছাপ না মিললে বা আঙ্গুল কেটে গেলে প্রিজাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা রয়েছে। প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এ রকম কয়জন রয়েছে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আন্তরিকতার কোনো অভাব থাকবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১০ সালের ১৭ই জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথম ইভিএম মেশিন ব্যবহার করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই যন্ত্র নিয়ে বেশ আগ্রহী হলেও রাজনীতিতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও সমমনারা এই যন্ত্রের বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই যন্ত্র দিয়ে দূর থেকে ভোট নিয়ন্ত্রণ করা যায়। গত সংসদ নির্বাচনে ছয়টি আসনে ভোট নেয়া হয় ইভিএমে। এরপর গত তিন বছরে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |