আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৯
ভোটার তালিকায় প্রবাসীদের নাম তোলা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন। গতকাল শনিবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবশ্যই ভোটার তালিকায় প্রবাসীদের নাম তোলা হবে। অনেক প্রবাসী ভোটার রয়েছেন। যারা বাদ রয়েছেন আগামী এক বছরের মধ্যে তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বাদ পড়বেন তারা পর্যায়ক্রমে ভোটার হবেন বলে মন্তব্য করেন সিইসি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট বিভাগে সফর করেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার সকালে তিনি সিলেট সার্কিট হাউসে বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি কিছু না বললেও জানিয়েছেন- এক সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। পৌর, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের নির্বাচন কোনোভাবেই একদিনে সম্ভব নয়। এ ধরনের প্রস্তাব যারা দিচ্ছেন তাদের মতামত মানা সম্ভব হবে না। আবার জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। সার্বিক বিষয় নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এরপর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
নির্বাচন কখন অনুষ্ঠিত হবে- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন- ১৬ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুসারে কাজ করছি।
এ ছাড়া আগামী নির্বাচনে কারা কারা অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন- নির্বাচনের তফশিল ঘোষনার পূর্বপর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনের আয়োজন করা হবে। এরজন্য আমরা অপেক্ষা করি। দেখি কী হয়। নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার গঠিত কমিটির প্রস্তাবের পর শুরু করা হতে পারে বলে জানিয়ে বলেন, নির্বাচন কমিশনকে কীভাবে গড়ে তোলা হবে সেটি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া নির্বাচন কমিশনে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানান সিইসি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |