আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৫
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিদর্শক) এম খুরশীদ হোসেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব হচ্ছে আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখা। যেটি আমরা অতীতের মতো করে যাচ্ছি। নির্বাচনের আগে বা নির্বাচনের দিন বা নির্বাচন পরবর্তীও আমরা এই কাজ করে যাব। ভোটের দিন যারা ভোট দিতে আসবে এবং যারা ভোটের দায়িত্বে থাকবে সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব হবে। অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনীর সাথে আমরাও প্রস্তুত রয়েছি।
গতকাল দুপুরে নগরীর উত্তর পতেঙ্গায় র্যাব সদর দপ্তরে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন–শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে র্যাব থাকবে। স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না। কেউ ভোট দিতে না চাইলে সেটি তার ব্যক্তিগত বিষয়। যদি নির্বাচনে কেউ ভোট দিতে বাধা দিতে আসে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কে হারবে বা কে জিতবে তা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহায়তা করা।
র্যাব মহাপরিচালক বলেন, আমরা শুধুমাত্র এ দেশের সন্ত্রাসবাদ, জঙ্গিবিরোধী বা মাদকবিরোধী অভিযান পরিচালনা করি না, আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিই। পাশাপাশি মানবিক মূল্যবোধকে সম্মান করি এবং বিভিন্ন দুর্যোগে এ দেশের সাধারণ মানুষের পাশে থাকি। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করে পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ–পশ্চিমাঞ্চলে যে সর্বহারা ছিলো, তারা যখন অস্ত্র সমর্পণ করে সরকারের কাছে আত্মসমর্পণ করল, তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা শুধু ইউনিফর্ম পরে আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণ করি না, আমরা মানবিক কার্যক্রমও পরিচালনা করি।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, অভিযানে অবৈধ অস্ত্র ধরা হবে। পাশাপাশি বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহার করা হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
নির্বাচনে ভোটগ্রহণকালে স্ট্রাইকিং ফোর্স ব্যবহার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব আইন–শৃঙ্খলা বাহিনী স্ট্রাইকিং ফোর্সে কাজ করবে তাদের সঙ্গে সমন্বয় থাকবে র্যাবের। একটি আসনে প্রায় ১২০টির উপর কেন্দ্র রয়েছে। সে অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স নেই। তবে কোথাও প্রয়োজন পড়লে আমাদের টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবে।
নির্বাচনে চোরাগোপ্তা হামলার কোনো আশঙ্কা আছে কিনা বা এমন কোনো তথ্য র্যাবের কাছে এসেছে কিনা–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো এ ধরনের কোনো তথ্য র্যাবের কাছে আসেনি। তবে চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা মাঠ পর্যায়ে কাজ করছে। যদি এমন তথ্য আসে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনে রিটার্নিং অফিসার বা ম্যাজিস্ট্রেটের সঙ্গে র্যাব থাকবেন কিনা– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে র্যাব থাকবে না। র্যাব আলাদা টহলে থাকবে। আমরা আমাদের মতো কাজ করব। সাতকানিয়া, বাঁশখালী ও পটিয়ার মতো ঝুঁকিপূর্ণ আসনগুলোতে র্যাবের অবস্থান সম্পর্কে মহাপরিচালক বলেন, উপজেলা পর্যায়ে বর্তমানেও র্যাবের কড়া অবস্থান রয়েছে। প্রয়োজনে নজরদারি বাড়ানো হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমাদের আলাদা নজরদারি আছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম, র্যাব–৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম ও র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |