- প্রচ্ছদ
-
- ঢাকা
- ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হত্যার প্রতিবাদে শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হত্যার প্রতিবাদে শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ: ৩ আগস্ট, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি: :-“সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে রবিবার ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট ২০২২) সকালে শরীয়তপুর জেলা শহরের আংগারিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী পান্থ তালুকদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্যা, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, পারভেজ, আমির, রানা, রিয়াদ মোল্যা সহ জেলা ও বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী।
মিছিল শেষে সমাবেশে বক্তব্যে ছাত্রদল নেতা পান্থ তালুকদার বলেন, ভোলায় এ হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রæত বিচার করতে হবে। অন্যথায় ভবিষ্যতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় রাজপথে সকল অন্যায়ের কড়া জবাব দিবে শরীয়তপুর জেলা ছাত্রদল। একইসঙ্গে জনগণের অধিকার ফিরিয়ে দিতে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অচিরেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের এক দফা দাবি আদায়ে শরীয়তপুর জেলা ছাত্রদল অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রাম সফল করবে।
Please follow and like us:
20 20