আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৩
ভোলা থেকে ঢাকা আসার পথে মাঝনদীতে লঞ্চে ধর্ষণের শিকার হয়েছেন দুই কিশোরী। গত অক্টোবরে ঘটনাটি ঘটলেও এতদিন ভয়ে মুখ খুলেনি কিশোরীরা। সম্প্রতি ধর্ষণের শিকার এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। ওই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার বিকেলে ওই লঞ্চে অভিযান চালিয়ে মফিজ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, গত ৩০শে অক্টোবর দুলারহাট ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ২ কিশোরী ভোলা থেকে চাকরির জন্য ঢাকায় যাচ্ছিল। তারা লঞ্চের ডেকে বসলেও লস্কর মফিজ তাদেরকে স্টাফ কেবিনে বসতে বলেন। কেবিনের নিচে তাদের থাকতে দেন তিনি। পরে রাতে দোতলা কেবিনের কাঠ সরিয়ে তিনি কিশোরীদের কেবিনে যান এবং ছুরির ভয় দেখিয়ে ২ কিশোরীকে ধর্ষণ করেন।
নুরুল ইসলাম বলেন, কিশোরীরা ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি। পরে এক কিশোরীর গর্ভধারণের পর পরিবার টের পায়। বিষয়টি জানার পর রোববার সকালে দুলারহাট থানায় ২ কিশোরীর একজনের বাবা মামলা করেন।পরে পুলিশ লঞ্চে অভিযান চালিয়ে বুধবার লস্কর মফিজকে গ্রেপ্তার করে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |