আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩০
এ জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিলি। টানা দুই জয়ে প্রথম দল হিসেবে শেষ আটে আর্জেন্টিনা।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। এক বছর সাত মাস পর প্রথম একাদশে সুযোগ পান সার্জিও আগুয়েরো। ম্যাচের শুরুতে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। আক্রমণাত্মক শুরু করা আর্জেন্টিনাকে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। লিওনেল মেসির বাড়ানো বল ধরে ফরোয়ার্ড পাস বাড়ান ডি মারিয়া। দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ঠিকানা খুঁজে নেন পাপু গোমেজ। বল দখলে এদিন অনেকটাই পিছিয়ে ছিল আর্জেন্টিনা। মাত্র ৪৩ শতাংশ পজিশন ধরে রেখে গোলমুখে শট ৮টি। লিওনেল স্কালোনির অধীনে যা দ্বিতীয় সর্বনিম্ন। এই সময়ে কোনো ম্যাচে সবচেয়ে কম শট নেয়ার রেকর্ডটা প্যারাগুয়ের বিপক্ষেই, ২০১৯ কোপা আমেরিকায়। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা।
মাইলফলকের ম্যাচে ফ্রিকিক থেকে দুইবার গোলের চেষ্টা চালান মেসি। একবার একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় মেসির শট। দ্বিতীয়বার মেসির প্রচেষ্টা থামান প্যারাগুয়ে গোলরক্ষক।
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |