আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০১
মনির হোসেন জীবন- র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়। আতঙ্ক সৃষ্টির জন্য তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছে। র্যাব ডিজি বলেন, মঙ্গল শোভাযাত্রায় হামলার বিষয়ে যে চিরকুট চারুকলা শিক্ষার্থীকে পাঠানো হয়েছে তা আতঙ্ক সৃষ্টি করার জন্যই পাঠানে হয়েছে। এবিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নেওয়া হচ্ছে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে এলিট ফোর্স র্যাব সদরদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং র্যাবের আইনও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈনসহ অন্যান্য র্যাব কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন। যেকোনো এক ‘থার্ড পারসন’ এই চিরকুট পাঠিয়েছে উল্লেখ করে ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘তাদের উদ্দেশ্য হচ্ছে, একটি প্যানিক তৈরি করা। আর কিছু না। এর সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। রমনার বটমুলের সার্বিক নিরাপত্তা বলয় প্রসঙ্গে র্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা বলয় ব্যবস্থা, র্যাবের গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছিনা। রমনার বটমুলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্টান প্রসঙ্গে তিনি বলেন, পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে চলছে নানা ধরনের প্রস্তুতি। দুয়ারে বঙ্গাব্দ বাংলা ১৪৩০। এ বছর মঙ্গল শোভাযাত্রা থাকছে, ফিরে আসছে রমনা বটমূলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও। এম খুরশীদ হোসেন বলেন, রমনা বটমূলে শেষ মুহুত্বে চলছে মঞ্চ সাজানোর কাজ। একই সঙ্গে বৈশাখের আয়োজন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে গোটা এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। তিনি আরো বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই। মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এ কাজটি করেছেন। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে র্যাব প্রধান বলেন, রাজধানী ঢাকাসহ পয়লা বৈশাখের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বলয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। একই সাথে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্বি করা হয়েছে। সংস্হাটির প্রধান এম খুরশীদ হোসেন বলেন, সারাদেশের মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র্যাবের সব ব্যাটালিয়নসহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়ন রয়েছে। তিনি বলেন, রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশের নিরাপত্তা ব্যবস্হা তুলে ধরে র্যাব প্রধান বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। এছাড়া র্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল ও সিসিটিভি মনিটরিং অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছেন। এছাড়া যেকোনো হামলার ঘটনা মোকাবিলায় র্যাবের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। নাশকতার যেকোনো ঘটনা মোকাবিলায় র্যাবের টহল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার তথ্য নেই এবং আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গিদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে আমরা প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন, ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যেকোনো গুজব ঠেকাতে আমাদের সাইবার মনিটরিং অব্যাহত রয়েছে। নববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠানে আসা নারীদের ইভটিজিং করার ঘটনা প্রতিরোধে র্যাবের বিশেষ ব্যবস্থা রয়েছে। সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের জবাবে র্যাব প্রধান বলেন,হুমকীর চিরকুটটি আমি দেখেছি ও পড়েছি। এটা মানুষের মনে আত্ঙ্ক তৈরি করার জন্য তৃতীয় কোনো পক্ষ এই কাজ করেছে। এটা আসলে কোনো জঙ্গির হুমকির ঘটনা না। তারপরেও আমরা সতর্ক রয়েছি। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটা কোনো জঙ্গি সংগঠনের কাজ না।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |