আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৮
বিডি দিনকাল ডেস্ক:- আজ বিএনপি’র কেন্দ্র ঘোষিত ময়মনসিংহের পদযাত্রায় ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ—গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “ময়মনসিংহের পদযাত্রায় অংশ নিয়ে রুহুল আমিন সরকারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন—সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার—পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি। আমি রুহুল আমিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
এছাড়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স পৃথক শোকবার্তায় ময়মনসিংহের পদযাত্রায় হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ—গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, বলিষ্ঠ যুবদল নেতা হিসেবে মরহুম রুহুল আমিন সরকার অত্যন্ত সাহসিকতার সাথে দলের প্রতিটি আন্দোলন—সংগ্রামে যে ভূমিকা পালন করেছেন তা স্থানীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকবার্তায় রুহুল আমিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার—পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |