আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০০
রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মিছবাহ উদ্দিন। এসময় তার হেফাজত থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বুধবার (৯ নভেম্বর ২০২২ খ্রি.) বেলা ১২:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার মহাখালী কাঁচা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ মিছবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে রাজধানী ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম, পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদের তত্ত্বাবধানে ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |