আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:- রাতে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার সময় ঝিনাইদহের মহেশপুর শহরের কপোতাক্ষ মোড় নামক স্থানে তার মটর সাইকেলের গতিরোধ করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাসুদ রানাকে (৪৫) কুপিয়ে আহত করা হয়েছে। পরে পথচারীরা আহত মাসুদ রানাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মাসুদ রানা মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর শহরের কপোতাক্ষ মোড় নামক স্থানে। আহত মাসুদ রানা জানান, রাত সাড়ে ১০টার দিকে আমি আমার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে কপোতাক্ষ মোড় নামক স্থানে পৌছালে জলিলপুর মাঠের মধ্যে ৬/৭ জন আমার মটর সাইকেল গতিরোধ করে টাকা দাবি করে। এ সময় তারা আমার পকেটে থাকা ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আমাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় রোববার সকালে আহত মাসুদ রানা বাদি হয়ে আমজাদ হোসেন ও সুমনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |