আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৮
তারেক জাহিদ, ঝিনাইদহ–ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু ও নারীসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্তে এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পলিয়ানপুর বিওপি’র আওতাধীন নিশ্চিন্তপুর মাঠ থেকে আটজনকে আটক করা হয়। অপরদিকে শ্রীনাথপুর বিওপি’র আওতাধীন মাঠপাড়া থেকে ৩ জনকে আটক করা হয়। তিনি আরো জানান, এদের মধ্যে চারজন পুরুষ, পাঁচজন নারী ও দুইটি শিশু রয়েছে। তাদের বাড়ি চট্রগ্রামের পাহাড়তলি, মাগুরার শালিখা ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জে। অবৈধ ভাবে ভারতে যাওয়ার অভিযোগে আটককৃতদের বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |