আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৫
বিশেষ প্রতিনিধি: মোহাম্মদ মনিরুজ্জামান মানিক যিনি সকলে কাছে “মানিক ভাই” নামেই পরিচিত। খুবই সাধারণ মধবিত্ত পরিবারের সন্তান মানিক। বাবা প্রফেসর আলহাজ হাফেজ মোহাম্মদ বশির উল্লাহ সারাজীবন কাটিয়েছেন কলেজ অধ্যাপনা করে এবং খতম তারাবি সহ বাড়ির মসজিদে নামাজ পড়িয়েছেন ছোট বেলা থেকেই। হাজিগঞ্জ বড় মসজিদে কিছুদিন খতিবেরও দায়িত্ব পালন করেছিলেন। নিজের সাদা মাটা জীবনটা কাটিয়েছেন মাটি-মানুশের সাথে। মা চাকুরী করেছেন প্রাইমারী স্কুলে। কোমল মতি শিশুদের পড়িয়ে আর এলাকার গরিব মানুষের সেবা করে জীবন কাটিয়েছেন। মানিক ভাইয়ের মায়ের সেবা পায়নাই আত্মীয় স্বজন ও এলাকায় এমন মানুষের সংখ্যা খুব কম। সেই ঘরে বেড়ে উঠা মানিক ভাইসহ ৩ ভাই ১ বোন। ”মানুষ হওয়ার জন্য শিক্ষা” ছোট বেলায় এ শিক্ষা পেয়েছেন তারা মা-বাবার কাছ থেকে। মানুষ মানুষের জন্য, সমাজ মানুষের জন্য” শিক্ষা। মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ভাই বোনের মধ্যে সবার বড়। চাকুরী দিয়েই জীবন শুরু করেন। কঠোর পরিশ্রম করেছেন। কোন কাজকেই ছোট মনে করেন নি। পেশাকে দিয়েছেন সম্মান। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সেবায় নিজকে নিয়োজিত রেখেছেন। মানুষও ভুল করেনি তাদের প্রতিনিধি নিয়োগে। মানিক ভাই চাঁদপুরের মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন প্রায় চার বছর। শুরুতেই অর্জন করেছেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান এর মর্যাদা। রাস্তা- ঘাট, স্কুল- কলেজ, মসজিদ- মাদ্রাসা, হাট – বাজার, এমন কোন সেক্টর নাই যেখানে তিনি সফলতার সাথে সম্পন্ন করেননি। ডিজিটাল ইউনিয়নে সারা বাংলাদেশের মধ্যে মৈশাদী ইউনিয়ন শীর্ষে। মানিক ভাইকে নিয়ে ছোট্ট একটি গল্প বলি, এবার কোরবানি ঈদে বাড়িতে শুভেচ্ছা বিনিময় এর জন্য ভাইয়ার সাথে বের হয়েছিলেন জনগনের সাথে সৌজন্য সাক্ষাতে। তো কথার ফাকে একজন ভাই বলেই ফেলল চেয়ারম্যান সাহেব আপনি এত কষ্ট করেন ! গাড়ি কিনেন না কেন? এতে আপনার কষ্ট কিছুটা কম হতো। উত্তরে মানিক ভাই বললেন , একটি গাড়ি চালানোর পিছে মিনিমাম খরছ আছে ১ থেকে দেড় লাখ টাকা। এই অতিরিক্ত টাকায় আমার এলাকার নুন্নতম ১০টি মেধাবি ছাত্র-ছাত্রিদের পড়া লেখার খরছ দিতে পারব। ওটাতেই আমার কষ্ট দূর হবে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি আজ দেশে আঘাত হেনেছে। কোরনা মোকাবিলাতে মানিক ভাই জনগনের সুরক্ষায় এমন কাজ নাই যা তিনি করছেনা। যখন যে ভাবে পারছেন ঝাপিয়ে পড়ছেন মানুষের নিরাপত্তা ও কল্যানে। জনগণও সহযোগিতা করে চলেছেন নিরন্তর। খাদ্য সেবা, চিকিৎসা সেবা করে চলেছেন দিন-রাত। সারা দিন রাতে ২/৩ ঘন্টা ঘুমাতে পারেন কিনা তা সন্দেহ? সারাক্ষন জনগনের সুরক্ষা নিয়ে চিন্তা করেন । কি করলে জনগণের আরও ভালো হবে। মানুষ বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে। তিনি মনে করেন সমাজের অনেক বিত্তবান আছেন যারা এই মুহূর্তে নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন। মানিক ভাই আশাকরেন চেয়ারম্যান সাহেবের সাথে কাধে কাধ মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসবেন দল মত নির্বিশেষে সবাই। এরকম মানিক ভাইয়ের মত একজন সমাজ সেবক পেয়ে রাষ্ট্র- সমাজ যেমন গর্ভিত। তিনি ‘মানিক’ । মানুষের মাঝে ‘মানিক’ হয়েই থাকুক সারাটি জীবন- সে-তো জনগনের কাছে সাত রাজার ধন ‘মানিক’।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |