আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৬
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়ায় আন্ত:রাজ্য ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। আজ (রবিবার) স্থানীয় সময় বিকাল তিন টায় তিনি এ ঘোষণা দেন। এর ফলে দীর্ঘ সময় পর সোমবার থেকে আন্ত:রাজ্য ভ্রমনে আর কোন বাঁধা থাকছে না।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৯০ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনার টিকা গ্রহন করেছেন। সেকারনেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে শুধুমাত্র দুটি টিকা নেয়া সম্পন্ন করেছেন যারা তারাই এ সুযোগ পাবেন।
তবে অধিক করোনার ঝুঁকি রয়েছে এমন স্থানগুলোর জন্য এ ঘোষণা কার্যকর নয় বলেও জানান প্রধানমন্ত্রী।
এসময় টিকা নেয়া সম্পন্ন করেছেন যেসব মালয়েশিয়ান তারা মাই ট্রাভেল পাস ছাড়াই বিদেশ ভ্রমন করতে পারবেন। তবে ফেরার সময় কোয়ারেন্টাইন বাধ্যতামুলক বলেও জানান তিনি। মালয়েশিয়ানদের জন্য হোম কোয়ারেন্টাইনের অনুমোদন দেয়া হয়েছে তবে মালয়েশিয়া পৌঁছানোর আগে ও পরে আগের মতোই করোনা পরীক্ষা বাধ্যতামুলক করা হয়েছে বলে জানান তিনি। সরকারের এসওপি অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সবকিছু খুলে দেয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সবাইকে নিরাপদে চলার পরামর্শ দিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্য যাওয়ার আগে করোনা পরীক্ষা করারও পরামর্শ দেন ইসমাইল সাবরি।
জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের লক্ষন দেখা দিলে ভ্রমন না করারও পরামর্শ দেন মালয়েশিয়ার নব নিযুক্ত এ প্রধানমন্ত্রী।
রবিবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত দেশটির সবশেষ তথ্য বলছে স্থানীয় ও অভিবাসি মিলিয়ে ২ কোটি ১০ লাখ ৩ হাজার ৭৪ জন’কে ইতোমধ্যে দুই ডোজ করোনার টিকা দেয়া সম্পন্ন হয়েছে। মোট প্রাপ্ত বয়স্কদের শতাংশের হিসাবে যা ৮৯.৭। এর আগে ৯০ শতাংশ মানুষের টিকা দেয়া শেষ হলে সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছিলো দেশটির সরকার।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |