আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২২
মালয়েশিয়া প্রতিনিধি :- যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে’র মালয়েশিয়া শাখা। রাজধানী কুয়ালালামপুরে বুধবার ১৬-ই ডিসেম্বর দলটির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগে’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর সোহাগ সরকারে’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বি এম বাবুল হাসান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালি আমাদের জাতির পিতা। তার ডাকে সাড়া দিয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো লাখো জনতা। আর আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, স্বাধীন ভূখন্ড, সবুজ পাসপোর্ট। বিজয়ের এই দিনে তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধাদের প্রাণভরে স্মরণ করতে চাই বলে মন্তব্য করেন, বি এম বাবুল।
বিজয় দিবসের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগে’র সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, কামরুল হাসান চৌধুরী, হারুন খন্দকার, শাখাওয়াত খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুল সম্রাট, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন (সোহাগ), রবিউল ইসলাম, ফারুক মিঞা, জুয়েল ব্যাপারি, আইন বিষয়ক সম্পাদক মো: মানিক হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সোহাগ ও প্রচার সম্পাদক টিটু শিকদার।
বক্তারা দেশ ও জাতির স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ায় পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মিলাদের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |