আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৬
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :-মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা ও সেসব সমস্যা সমাধানে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। বৃহ:স্পতিবার হাইকমিশনের কনফারেন্স রুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
হাইকমিশনার বলেন, মালয়েশিয়া প্রবাসীদের সেবায় বদ্ধ পরিকর দূতাবাস। যে কোন প্রয়োজনে হাইকমিশনের শরনাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি। এসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসীদের পাশে থাকায় সাংবাদিকবৃন্দের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে প্রবাসীদের কাছে সঠিক খবরটি পৌঁছে দেয়ারও পরামর্শ দেন হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
এসময় পোস্ট অফিসের মাধ্যমে গত এক বছরে ৩ লক্ষাধিক পাসপোর্ট বিতরন করা হয়েছে উল্লেখ করে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন হাইকমিশনার। চলমান বৈধকরনের সময়সীমা বাড়ানোর জন্য মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করবেন বলেও জানান তিনি। কথা বলেন দু’দেশের স্বাক্ষরিত শ্রমবাজারের চুক্তি নিয়েও। খুব শিগগির-ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মী আসতে শুরু করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন হাইকমিশনার।
এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) নাজমুস সাদাত সেলিম, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) এ এস এম জাহিদুর রহমান, পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মো. কিয়াম উদ্দিন। প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি ও আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি ও এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক ও সময় টিভি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের, দৈনিক যুগান্তর ও যমুনা টিভি মালয়েশিয়া প্রতিনিধি আহমাদূল কবির, বিজয় টিভির মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন ও কালের কলমের আরিফুল ইসলাম।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |