আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২০
মালয়েশিয়ায় চাকরিতে প্রতারণার শিকার হয়ে মাসের পর মাস দুর্ভোগে রয়েছে হাজারো প্রবাসী বাংলাদেশি। এ সব প্রবাসী বাংলাদেশিদের এই দুর্দশার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম নামে তিনটি আন্তর্জাতিক সংস্থা।
তিনটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, মালয়েশিয়াতে আটকে পড়াদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। এসব সহায়তার মধ্যে রয়েছে, ন্যায়বিচার ও মৌলিক সেবায় প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি পরিস্থিতির অধিকার-ভিত্তিক ও টেকসই সমাধান খুঁজে বের করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টা যা সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা।
বিবৃতিতে বলা হয়, তিনটি সংস্থাই মালয়েশিয়ার বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা, আন্তর্জাতিক মান ও ভালো অনুশীলন গ্রহণ এবং একটি স্বচ্ছ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া বিকাশের জন্য গঠনমূলক নীতিকে সমর্থন করে দেশটির সরকারকে সহায়তা করতে প্রস্তুত।
এতে আরও বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এখন সবচেয়ে বেশি। ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে দেশে আসার পরে কর্মীদের চাকরি না দেয়ার রিপোর্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
দেশটিতে বাংলাদেশিদের মানবেতর জীবনযাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়, নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টদের বিরুদ্ধে শ্রমিকদের পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র আটকে রাখার অভিযোগ রয়েছে। এমনকি শ্রমিকদের প্রায়ই জনাকীর্ণ হোস্টেল, অ্যাপার্টমেন্ট, এমনকি গুদামঘরে রাখার অভিযোগও রয়েছে। এছাড়া তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশ রেখে কম খাবার দেওয়া, বাহিরে কারো সঙ্গে তাদের যোগাযোগ সীমিত করা এবং ন্যূনতম চিকিৎসা প্রদানের বিষয়গুলোও প্রতিবেদনে ওঠে এসেছে।
গত এপ্রিলে শ্রম বিষয়ক একদল বিশেষজ্ঞ পাঠিয়ে বাংলাদেশি শ্রমিকদের অস্তিত্বহীন কাজের কারণে শোষণের শিকার হওয়া থেকে রক্ষার প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরা সে সময় বলেছিলেন, প্রতারণার শিকার হওয়ার আগেই চাকরির প্রতিশ্রুতি পাওয়ার পর বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার খবরে তারা হতাশ।
গত অক্টোবরে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধীন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার প্রতি মালয়েশিয়ার বিপর্যয়কর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:45 PM |