আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০১
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :-মালয়েশিয়ায় আওয়ামী লীগে’র উদ্যোগে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোরাআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, নিরাবতা পালন, অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে শেষ হয় এবারের আয়োজন।
সংগঠনের যুগ্ন-সাধারন সম্পাদক শাহীন সরদারের প্রানবন্ত উপস্থাপনায় ও সভাপতি মকবুল হোসেন মুকুলে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল, সহ-সভাপতি কাইয়ুম সরকার, দাতো আক্তার হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগে’র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়ার শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মামুন-উর-রশিদ, যুগ্ন-সাধারন সম্পাদক রাশেদ বাদল, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ ভুঁইয়া, জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার সভাপতি ও মালয়েশিয়া আওয়ামী লীগে’র সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক আক্তার হোসেন, আবদুল বাতেন, শাখাওয়াত হোসেনসহ অনেকে। আরো বক্তব্য রাখেন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, শ্রমিক লীগের মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ কুয়ালালামপুর মহানগরের সভাপতি এম এইচ জুয়েল, শামিমসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে যেসব শহীদ তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেই সাথে মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম, এই আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকার আন্দোলন শুরু হয় এবং পরে স্বাধীনতার এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন।সেই সাথে প্রবাসী বাংলাদেশিদেরকে ভাষা আন্দোলন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার চর্চা ও বাঙালি সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মালয়েশিয়া আওয়ামী নেতৃবৃন্দ অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |