আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:০৮
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি : – প্রায় দুই যুগ পর মালয়েশিয়ায় বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এ টি এম এমদাদুল হক’কে সভাপতি ও মনিরুজ্জামান মনির’কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্ঠা, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতিতে মালয়েশিয়ায় নতুন কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।
নবগঠিত কমিটি’র নাম ঘোষণা ও পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। ৫৯ সদস্যের এ কমিটি’তে স্থান পেয়েছেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করছেন এমনসব প্রবাসী আওয়ামী আদর্শের নেতাকর্মীরা। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা স্থান পেয়েছেন এ কমিটি’তে। সংবাদ সম্মেলনে পর্যায়ক্রমে সদস্যদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন নতুন কমিটির সভাপতি ইউনিভার্সিটি অব কুয়ালালামপুরের প্রফেসর ডা. এ টি এম ইমদাদুল হক। পরে আওয়ামী আদর্শের অরাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস বিজ্ঞপ্তী পড়ে শোনান তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নবগঠিত কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদক। খুব শিগগির-ই এ কমিটি’র উপদেষ্ঠা পরিষদ গঠন করা হবে বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে ৯০ এর দশকে প্রয়াত গোলাম আহাদে’র নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ যে সুনামের সঙ্গে কাজ করেছিলো ২০২০ সালের এ কমিটিও সবাইকে সঙ্গে নিয়ে সেরকম সুনামের সঙ্গে কাজ করতে চায় বলেও মন্তব্য করেন কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়া আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটি’কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এসময় মালয়েশিয়া আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান অহিদ, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, রাশেদ বাদল, এ কাইয়ুম সরকার, শাহিন সরদার, এ কামাল হোসেন চৌধুরী, মাইনুল হক, এমদাদুল হক সবুজ, শফিক চৌধুরী, শাখাওয়াত হোসেন, নাজমুল ইসলাম বাবুল, সেলিম হোসেন, বিএম বাবুল হাসান, এ আর সোহাগ, জহিরুল ইসলাম, মাসুদুল আলম রনি, মওদুদ মোল্লা, জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |