আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২২
আন্তর্জাতিক ডেস্ক :-মালয়েশিয়ায় পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে হাইকমিশনের কর্মচারিদের বেদম মারধরের শিকার হয়েছেন সবুজ (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশী। সোমবার বিকেলে মারধরের শিকার সবুজ হাইকমিশনের ঐ কর্মচারিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে রাতেই কুয়ালালামপুরের ডাং ওয়াঙ্গি থানায় একটি পুলিশ রিপোর্ট করেন। যার মামলা নং: ০০১৫৪৪/২২।
পটুয়াখালি প্রবাসী সবুজ অভিযোগ করেন, মোবাইলে কথা বলা’কে কেন্দ্র করে তার উপর চড়াও হন হাইকমিশনের দু’জন কর্মচারি। নির্দিষ্ট সময়ের পরও পাসপোর্ট সংগ্রহের জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়। পরে একটি কক্ষে ডেকে নিয়ে তাকে বেধড়ক পেটান দু’জন কর্মচারি। সবুজ বলেন, মারধর থেকে বাঁচতে হাতে পায়ে ধরেও শেষ রক্ষা হয়নি। এসময় কাউকে জানালে পাসপোর্ট বাতিল করে দেশে পাঠিয়ে দেয়ারও হুমকি দেন হাইকমিশনের ঐ কর্মচারিরা। আহত সবুজ পরবর্তিতে সহকর্মীদের সহযোগীতায় পার্শ্ববর্তি কুয়ালালামপুর হাসপাতালে চিকিতসা নেন।
সবুজ আরো বলেন, ঘটনার পর, হাইকমিশনারের সঙ্গে দেখা করে নালিশ করলে তিনি এর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে এর জন্য ক্ষমা চান।
তবে বিনা অপরাধে গায়ে হাত তোলার এ ঘটনায় জড়িতদের শাস্তির আ্ওতায় আনতে মধ্যরাতেই কুয়ালালামপুরের ডাং ্ওয়াঙ্গী থানায় হাইকমিশনের এ কর্মচারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন সবুজ।
এদিকে মালয়েশিয়া প্রবাসী কর্মীর পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে মারধরের এ ঘটনা দারুন প্রতিক্রিয়া সৃষ্টি করেছেে নানা মহলে। বিশেষ করে সামাজিক যোগাযোগে’র মাধ্যমগুলো’তে বইছে সমালোচনা ঝড়। মারধরের পর প্রবাসী সবুজে’র একটি ভিডি ্ও ঘুরছে টাইমলাইনে যেখানে ঘটনার বর্ণনা দিতে দেখা গেছে ১৪ বছর ধরে মালয়েশিয়ায় থাকা সবুজ’কে। সাধারণ প্রবাসীরা বলছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ্ও পাসপোর্ট সেবায় এখন ্ও গতি আনতে পারেনি হাইকমিশন। যদি ্ও সম্প্রতি ভার্চুয়াল এক অনুষ্ঠানে কয়েক মাসে আড়াই লক্ষাধিক পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে বিতরন করা হয়েছে বলে জানান হাইকমিশনার মো: গোলাম সার ্ওয়ার।
এদিকে ঘটনার পর এখন্ও পর্যন্ত হাইকমশিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। যোগাযোগের চেষ্টা করা হলে ্ও মেলেনি উত্তর।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |