আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:১১
মালয়েশিয়া : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ওই বাংলাদেশী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চার বাংলাদেশী।
ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে আটটার দিকে, দেশটির তেরেংগানুর লাদং গাজা জেরঙ্গা-জাবোরের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি মো. হাসানুজ্জামান (৫৮)। এসময় তার অন্য চার বন্ধু আহত হন।
এদিকে দুঙ্গুন জেলা পুলিশ সুপার বাহারুদিন আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের আরও চার বন্ধু, যাদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে ছিল তারাও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ডুঙ্গুন হাসপাতালের ফরেনসিক ইউনিটে পাঠানো হয়েছে এবং আহত চারজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত বাংলাদেশীর গ্রামের বাড়ি কোথায় তা জানা যায়নি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |