আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৩
বিডি দিনকাল ডেস্ক :-জাল ভিসা চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সিদ্দিকুর রহমান (৪৫)। বুধবার গভীর রাতে মিরপুরের শাহআলীর কুসুমবাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাব-৪ এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিদ্দিকুর দীর্ঘদিন ধরে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অটোপাস নামের একটি অফিস খুলে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছিল।
দেশের বিভিন্ন এলাকায় তার দালাল রয়েছে। ওই দালালরা নিরীহ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে সিদ্দিকের অফিসে নিয়ে এলে তাদের জাল ভিসা দিয়ে প্রতারণা করা হতো। গ্রেফতারের পর সিদ্দিকুর র্যাবের জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |