আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪০
এম, এ কাশেম :বাংলাদেশের গণমানুষকে বাঁচিয়ে রাখার রাজনৈতিক ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সারাদেশে কমিটি গঠন কল্পে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ নির্দেশিত কর্ম উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ও শুরু হতে দেখা যাচ্ছে। এখানে পদ পাওয়ার লোভে প্রায় পাগল হয়ে গেছে মীরসরাই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অলস্, অ-যোগ্য ও অথর্ব নেতা নামধারী গুটিকতেক ব্যাক্তি বিশেষ। বিগত সময়ে যারা একেবারেই উদাও/লাপাত্তা ছিলো তাদের মধ্যে ও কারো কারো এই পদবী লোভের নেশায় ধরেছে বলে তাদের দৌড়-ঝাঁপে তা-ই মনে হচ্ছে। যারা অতিত সময়ে কোনো না কোনো ভাবে নের্তৃত্ব দিতে গিয়ে শতো ভাগ ব্যর্থতার ‘কালিমা’ নিজের গায়ে লেপন করে রেখেছে তারা ও কিন্তু বসে নেই ! কাউ কে কাউকে দেখা যাচ্ছে- যারা বিগত সময়ে মূল দলের খুঁটি নাটি দায়িত্ব পালনের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরত্বপূর্ন দায়িত্ব ও পালন করতে গিয়ে এর পুরোটা-ই ব্যর্থতার ছাদরে ডেকে রেখেছে তারা ও নাকী এখন মূল দলের দায়িত্বে আসতে চায় ! যদি দলের কাউন্সিলর/ভোটারদের মধ্যে দলীয় প্রীতি/দলের প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে ওই সব ব্যর্থ নেতা নাম ধারীদের আগামী কমিটি গঠনকল্পে অবশ্য-ই বয়কট করবেন দলের বৃহত্তর ও স্বার্থে। আর যাদের হাতে কমিটি গঠনের দায়িত্ব অর্পিত হয়েছে তারা ও চোখ-কান খোলা রেখে ওই সব ব্যর্থ ব্যাক্তিদের দলের কোনো গুরত্বপূর্ন দায়িত্বে আসার সুযোগ দেবেন না। এমনি তে দলের অবস্থা খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় এগুচ্ছে প্রতিপক্ষ দল। তার ও পর যদি ওই সব অযোগ্য-অথর্ব নেতা নামধারী (যারা বিগত সময়ে দলীয় ভাবে কেন্দ্রীয় কোনো কর্মসূচি-ই মীরসরাইতে পালন করে দেখাতে পারেনি তাদের কে দলের দায়িত্বের চেয়ারে বসিয়ে দিয়ে দলের ক্ষতি না করার জন্য দলের র্তৃণমূল পর্যায়ের সাধারন নেতা-কর্মীরা কমিটি গঠনকল্পে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যথায় কোনো অ-ডোগ্য বা অতিত সময়ের ব্যর্থ নেতা নামধারীদের দলীয় পদ দিয়ে দলের কোনো ক্ষতি করা হলে তার পুরোটা দ্বায়ভার তাদেরকে-ই বহন করতে হবে। আর এ জন্য একদিন না একদিন তাদের কে জবাবদিহীর আওতায় আনা হবে। সে দিন যে কোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য তারা-ই দায়ি থাকবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |